রিযিক বৃদ্ধির আমল এবং ইসমে আযম
ইমাম সুয়ূতী (রহ) প্রণিত রিযিক বৃদ্ধির আমল (পৃষ্ঠাসংখ্যা ২৫) এবং ইসমে আযম (পৃষ্ঠাসংখ্যা ১৭) রিসালা বা সংক্ষিপ্ত পুস্তিকাদুটি পরিমার্জন করে প্রকাশ করা হলো।
pdf দুটি বিনামূল্যে দেওয়া হল
pdf এর জন্য whatsapp বা telegram এ মেসেজ করুন এই নং এ- 019- 61 810 343
রিযিক বৃদ্ধির আমল পুস্তিকার ভূমিকা
হামদ ও সালাতের পর ইমাম সুয়ুতী (রহ) নিবেদন করেন যে, আমাকে অনেকে নিবেদন করেছে যে, আমি ঐ সব আমল ও আযকার একটি রিসালায় একত্রিত করব যা রিযিকের প্রশস্ত বৃদ্ধি এবং দারিদ্রতা ও অনটন রোধে কার্যকর ও সুফল প্রদানকারী এবং নির্ভরযোগ্য হাদীস সমূহে বর্ণিত। অতএব আমি এই রিসালাটি তাদের জন্য একত্রিত করেছি যা দুটি অনুচ্ছেদে বিভক্ত-
প্রথম অনুচ্ছেদঃ রিযিক বৃদ্ধির দুআ ও যিকিরসমূহ
দ্বিতয়ি অনুচ্ছেদঃ রিযিক বৃদ্ধির আমল ও কর্মসমূহ
ইসমে আযম পুস্তিকার ভূমিকা
[ইসমে আযম হলো আল্লাহর ঐ নাম বা দুআ যার দ্বারা দুঅ করলে দুআ তৎক্ষণাৎ কবুল হয়ে যায়]
হামদ ও সালাতের পর ইমাম সুয়ুতী (রহ) নিবেদন করেন যে, আমাকে ইসমে আযম এবং এর বিষয়ে যা বর্ণিত আছে সে বিষয়ে প্রশ্ন করা হয়েছে। অতএব আমি ইচ্ছা করেছি যে, এ ব্যাপারে যেসব হাদীস, আসার ও উক্তিসমূহ রয়েছে তা একত্রিত করব।