মান মান আ’শা বা’দাল মাউত (মৃত্যুর পর জীবন) pdf
গ্রন্থ: মান আ’শা বা’দাল মাউত (মৃত্যুর পর জীবন)
গ্রন্থকার: ইমাম ইবনে আবিদ দুনইয়া (রহ)
বিষয়: মৃত্যু ও মৃত্যুর সময়ের বিস্ময়কর ঘটনাবলী
পৃষ্ঠা সংখ্যা: ৫৩
মূল্যঃ নির্ধারিত মূল্য
আপনার কপির জন্য মেসেজ করুন অথবা WhatsApp অথবা teligram e মেসেজ করুন- এই নং এ- 019- 61 810 343
জান্নাতের ঠিকানা দেখার উপর কসম
রিওয়ায়াতঃ১১– আলী ইবনে উবায়দুল্লাহ গাত্বফানী এবং হাফস বিন ইয়াযিদ বলেন, আমাদের নিকট এই সংবাদ পৌঁছেছে যে, ইবনে হিরাশ কসম খেয়েছিলেন যে, সে ঐ পর্যন্ত হাসবে না, যে পর্যন্ত না সে জেনে নিবে যে, সে জান্নাতী না জাহান্নামী। অতঃপর সে এমন অবস্থায় জীবিত রইলো যে, তাকে কেউ কখনো হাসতে দেখেনি। যখন সে মৃত্যুবরণ করল তখন হাসতে লাগল। বর্ণনাকারী বলেন, যখন এই কথা হযরত আয়িশা (রা) পর্যন্ত পৌঁছল তখন তিনি বললেন, বনী আব্স এর ভাই সত্য বলেছে। আল্লাহ তার প্রতি দয়া করুন। আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে,
يَتَكَلَّمُ رَجُلٌ مِنْ أُمَّتِي بَعْدَ الْمَوْتِ مِنْ خِيَارِ التَّابِعِينَ
আমার উম্মতের এক ব্যক্তি মত্যুর পর কথা বলবে আর সে হবে তাবিয়ীনদের উত্তম লোকদের মধ্য হতে।
রিওয়ায়াতঃ১২– হারিস আল গানাভী বলেন, রবী’ বিন হিরাশ এই কসম খেয়েছিলেন যে, সে কখনো হাসবে না- যে পর্যন্ত না সে তার ঠিকানা জেনে নিবে। এজন্য সে কখনোই হাসেনি। তবে যখন তার মৃত্যু হল তখন হাসতে লাগল। এরপর তার ভাই রিবয়ী’ও কসম খেল যে, সেও ঐ পর্যন্ত হাসবে না, যে পর্যন্ত না সে জেনে নিবে যে, সে জান্নাতী নাকি জাহান্নামী। হারেস আল গানাভী বলেন, আমাকে তার গোসল প্রদানকারী ব্যক্তি বলেছে যে, যখন আমরা তার গোসল দিচ্ছিলাম তখন সে মুচকী হাসছিল।