মান মান আ’শা বা’দাল মাউত (মৃত্যুর পর জীবন) pdf

গ্রন্থ: মান আ’শা বা’দাল মাউত (মৃত্যুর পর জীবন)
গ্রন্থকার: ইমাম ইবনে আবিদ দুনইয়া (রহ)
বিষয়: মৃত্যু ও মৃত্যুর সময়ের বিস্ময়কর ঘটনাবলী
পৃষ্ঠা সংখ্যা: ৫৩
মূল্যঃ নির্ধারিত মূল্য
আপনার কপির জন্য মেসেজ করুন অথবা WhatsApp অথবা teligram e মেসেজ করুন- এই নং এ-  019- 61 810 343

জান্নাতের ঠিকানা দেখার উপর কসম
রিওয়ায়াতঃ১১– আলী ইবনে উবায়দুল্লাহ গাত্বফানী এবং হাফস বিন ইয়াযিদ বলেন, আমাদের ‎নিকট এই সংবাদ পৌঁছেছে যে, ইবনে হিরাশ কসম খেয়েছিলেন যে, সে ঐ পর্যন্ত ‎হাসবে না, যে পর্যন্ত না সে জেনে নিবে যে, সে জান্নাতী না জাহান্নামী। অতঃপর সে ‎এমন অবস্থায় জীবিত রইলো যে, তাকে কেউ কখনো হাসতে দেখেনি। যখন সে ‎মৃত্যুবরণ করল তখন হাসতে লাগল। বর্ণনাকারী বলেন, যখন এই কথা হযরত ‎আয়িশা (রা) পর্যন্ত পৌঁছল তখন তিনি বললেন, বনী আব্‌স এর ভাই সত্য বলেছে। ‎আল্লাহ তার প্রতি দয়া করুন। আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে,‎
يَتَكَلَّمُ رَجُلٌ مِنْ أُمَّتِي بَعْدَ الْمَوْتِ مِنْ خِيَارِ التَّابِعِينَ
‎ আমার উম্মতের এক ব্যক্তি মত্যুর পর কথা বলবে আর সে হবে তাবিয়ীনদের ‎উত্তম লোকদের মধ্য হতে।

রিওয়ায়াতঃ১২– হারিস আল গানাভী বলেন, রবী’ বিন হিরাশ এই কসম খেয়েছিলেন যে, সে ‎কখনো হাসবে না- যে পর্যন্ত না সে তার ঠিকানা জেনে নিবে। এজন্য সে কখনোই ‎হাসেনি। তবে যখন তার মৃত্যু হল তখন হাসতে লাগল। এরপর তার ভাই রিবয়ী’ও ‎কসম খেল যে, সেও ঐ পর্যন্ত হাসবে না, যে পর্যন্ত না সে জেনে নিবে যে, সে ‎জান্নাতী নাকি জাহান্নামী। হারেস আল গানাভী বলেন, আমাকে তার গোসল প্রদানকারী ‎ব্যক্তি বলেছে যে, যখন আমরা তার গোসল দিচ্ছিলাম তখন সে মুচকী হাসছিল।‎

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!