আল হাদীসের কিছু দুআ

দারুস সাআদাত গ্রন্থ

গ্রন্থঃ দুআর বাগান

সংকলকঃ শায়খ আব্দুল মালিক আল কাসিম

অনুবাদঃ দারুস সাআদাত কর্তৃক অনূদিত

স্বত্বঃ দারুস সাআদাত কর্তৃক সংরক্ষিত

নবী (সা) ও সাহাবীদের দুআ

 [৪৫]    اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ

হে আল্লাহ! তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান কর এবং আখিরাতেও কল্যাণ দান কর। আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।[1]

 [৪৬]    اللَّهُمَّ إِنّي أَعُوذ بكَ: مِنْ فِتْنَةِ النَّارِ، وَفِتْنَةِ الْـقَبْرِ، وَعَذَابِ الْـقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْـغِنَى وَشَرِّ فِتْنَةِ الْـفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْـمَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ قَلْبِي بِمَاءِ الثَّلْجِ وَالْـبَرْدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْـمَشْرِقِ وَالْـمَغْرِبِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْـكَسلِ وَالْـمَأْثَمِ وَالْـمَغْرَمِ

হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে দোযখের ফিতনা, কবরের ফিতনা, কবরের আযাব, প্রাচুর্যের ফিতনা এবং অভাব ও দারিদ্রের ফিতনা থেকে পানাহ চাই। হে আল্লাহ! আমি তোমার নিকট মসীহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে পানাহ চাই।

হে আল্লাহ! আমার অন্তরকে বরফ শীতল পানি দিয়ে ধুয়ে দাও। আমার অন্তরকে গুনাহ থেকে এমনভাবে সাফ করে দাও, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিস্কার করা হয়। আর তুমি আমার ও আমার গুনাহর মাঝে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও যতটা দূরত্ব তুমি পূর্ব ও পশ্চিমের মাঝে সৃষ্টি করেছ।

হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাই অলসতা, গুনাহ এবং ঋণ থেকে।[2]

 [৪৭]    اللَّهُمَّ إِنِّي أَعُوذ بكَ: مِنَ الْـعَجزِ وَالْـكسل، وَالْـجُبنِ وَالْـهَرمِ وَالْـبُخْلِ، وَأَعُوذ بكَ: مِنْ عَذَابِ الْـقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْـمَحْيَا وَالْـمَمَاتِ

হে আল্লাহ! আমি তোমার আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য ও কৃপণতা থেকে। আমি আরো আশ্রয় চাই কবরের আযাব এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে।[3]

 [৪৮]    اللَّهُمَّ إِنِّيْ أَعُوذ بكَ: مِنْ جَهَدِ الْـبَلاَءِ، وَدَرْكِ الشَّقَاءِ، وَسُوْءِ الْـقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ

হে আল্লাহ! আমি তোমার আশ্রয় চাই দুর্বিষহ বিপদ থেকে, দুর্ভাগ্যের শিকার হওয়া থেকে, নিয়তীর অশুভ পরিনাম এবং শত্রুর খুশী হওয়া থেকে।[4]

 [৪৯]    اللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِي الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيْهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيْهَا مَعَادِي، وَاجْعَلِ الْـحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْـمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ

হে আল্লাহ! তুমি আমার দীনকে ঠিক করে দাও, যা আমার সকল কাজের হিফাযতকারী। আমার দুনিয়াকে ঠিক করে দাও, যেখানে রয়েছে আমার জীবন-জীবিকা। আমার আখিরাতকে ঠিক করে দাও, যেখানে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। নেক ও কল্যাণকর কাজের সাথে আমার হায়াতকে বাড়িয়ে দাও। আর সকল অনিষ্ট থেকে রক্ষা করে আমাকে শান্তিময় মৃত্যু দান কর।[5]

 [৫০]    اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ: الْـهُدَى، وَالتُّقَى، وَالْـعَفَافَ، وَالْـغِنَى

হে আল্লাহ! আমি তোমার নিকট প্রার্থনা করি হিদায়াত ও সঠিক পথ, তাকওয়া ও সংযম,  পূত-পবিত্রতা ও নিষ্কলুষতা এবং পরমুখাপেক্ষিহীনতা ও সমৃদ্ধি।[6]

 [৫১]     اللَّهُمَّ إِنِّي أَعُوذ بِكَ مِنَ الْـعَجْزِ وَالْـكَسَلِ، وَالْـجُبنِ وَالْـبُخْلِ وَالْـهَرمِ، وَعَذَابِ الْـقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّـاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا

হে আল্লাহ! আমি তোমার কছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা, কাপুরুষতা, কৃপণতা ও বার্ধক্য এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ! তুমি আমার অন্তরে তাকওয়া দান কর এবং একে পরিশুদ্ধ করে দাও। তুমিই তো একে সর্বোত্তম পরিশুদ্ধকারী। তুমিই তো এর অভিভাবক ও মাওলা। হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই এমন ইলম থেকে যা উপকার করে না। এমন কলব থেকে যা বিনম্র হয় না। এমন নফস থেকে যা তৃপ্ত হয় না। আর এমন দুআ থেকে যা কবুল হয় না।[7]

 [৫২]    اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْـهُدَى وَالسَّدَادَ

হে আল্লাহ! তুমি আমাকে হিদায়াত দান কর এবং সোজা পথে রাখ। হে আল্লাহ! আমি তোমার কাছে হিদায়াত ও সরলপথ কামনা করছি।[8]

 [৫৩]    اللَّهُمَّ إِنِّي أَعُوذ بِكَ: مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحُوُّلِ عَافِيَتِكَ وَفُجْأَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخْطِكَ

হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি- তোমার দেয়া নিয়ামতের পতন থেকে, তোমার প্রদত্ত স্বাস্থ্য ও নিরাপত্তার অধঃপতন থেকে, তোমার আকস্মিক পাকড়াও এবং তোমার সব ধরণের ক্রোধ ও অসন্তুষ্টি থেকে।[9]

 [৫৪]    اللَّهُمَّ أَكْثِرْ مَالِيْ وَوَلَدِي، وَبَارِكْ لِي فِيْمَا أَعْطَيْتَنِي، وَأَطِلّ حَيَاتِي عَلَى طَاعَتِكَ، وَأَحْسِنْ عَمَلِي وَاغْفِرْ لِي

হে আল্লাহ! আমার মাল-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দাও। তুমি আমাকে যা দিয়েছ তার মধ্যে বরকত প্রদান কর। তোমার আনুগত্যের সাথে আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। আমার আমলকে সুন্দর করে দাও এবং আমাকে ক্ষমা করে দাও।[10]

 [৫৫]    لاَ إِلَهَ إِلاَّ اللهُ الْـعَظِيمُ الْـحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ رَبُّ الْـعَرْشِ الْـعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ الله رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْـعَرْشِ الْـكَرِيمِ

আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই,  যিনি মহান ও সহনশীল। আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, যিনি আরশে আযীমের প্রভু। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, যিনি আসমানের প্রতিপালক, যমীনের প্রতিপালক এবং সম্মানিত আরশের প্রতিপালক।[11]

 [৫৬]    اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

হে আল্লাহ! আমি তোমার রহমতের আশা রাখি। তুমি আমাকে এক মুহুর্তের জন্যও আমাকে আমার নিজের উপর ছেড়ে দিয়ো না। আর আমার সকল অবস্থাকে ঠিক করে দাও। তুমি ব্যতীত কোন মাবুদ নাই।[12]

  [৫৭]    لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যালিমীন।[13]

 [৫৮]    اللَّهُمَّ إنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَداً مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْـغَيْبِ عِنْدَكَ: أَنْ تَجْعَلَ الْـقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدرِي، وَجلاَءَ حزنِي، وَذَهَابَ هَمِّي

হে আল্লাহ! আমি তোমার বান্দা, তোমারই এক বান্দার পুত্র এবং তোমার এক বাঁদীর পুত্র। আমার কপাল (নিয়ন্ত্রণ) তোমারই হাতে। আমার উপর তোমার নির্দেশ কার্যকর। আমার ব্যাপারে তোমার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার প্রতিটি নামের উসীলায়- যে নাম তুমি নিজের জন্য নিজে রেখেছ অথবা তোমার কোন কিতাবে নাযিল করেছ অথবা তোমার সৃষ্টজীবের কাউকে শিখিয়েছ অথবা তোমার গায়েবী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছ— তুমি কুরআনকে আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী বানিয়ে দাও।[14]

 [৫৯]    اللَّهُمَّ مُصَرِّفَ الْـقُلُوبِ، صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ

হে আল্লাহ! অন্তরের পরিবর্তনকারী। আমার অন্তরকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও।[15]

 [৬০]    يَا مُقَلِّبَ الْـقُلُوبِ، ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

হে অন্তরের উলট-পালটকারী। আমার অন্তরকে তোমার দীনের উপর দৃঢ় রাখ।[16]

 [৬১]    اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْـعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ

হে আল্লাহ! আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি।[17]

 [৬২]    اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْـقَبْرِ

হে আল্লাহ! আমাদের সকল কাজের পরিণতি কল্যাণময় করে দাও এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতর আযাব থেকে রক্ষা কর।[18]

 [৬৩]    ربِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِيْ وَلاَ تَمْكُرْ عَلَيَّ، اجْعَلْنِي لَكَ شَكَّاراً، لَكَ ذكّاراً، لَكَ رَهَّاباً، لَكَ مِطْوَاعاً، إِلَيْكَ مُخْبتاً أَوَّاهاً مُنِيباً، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَاهْدِ قَلْبي وَسَدِّدْ لِسَانِي وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبي

হে আমার রব! আমাকে সাহায্য কর, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না। আমাকে সহযোগিতা করো, আমার বিরুদ্ধে কাউকে সহযোগিতা করো না। আমার জন্য কৌশল করো, আমার বিরুদ্ধে কারো কৌশল কার্যকর করো না।

হে আমার রব! আমাকে তোমার জন্য কৃতজ্ঞ বান্দা বানাও। তোমার অধিক যিকিরকারী, তোমাকে অধিক ভয়কারী, তোমার অধিক আনুগত্যকারী, তোমার নিকট অনুনয়-বিনয়কারী ও তোমার দিকে প্রত্যাবর্তনকারী বানাও।

হে আমার রব! আমার তওবা কবুল কর। আমার সমস্ত গুনাহ ধুয়ে ফেল। আমার দুআ কবুল কর। আমার যুক্তি-প্রমাণ বহাল কর। আমার অন্তরকে হিদায়াত দান কর। আমার যবানকে সোজা রাখো এবং আমার মনের কলুষতা দূর করে দাও।[19]

 [৬৪]    اللَّهُمَّ إنّي أَعُوذ بكَ مِنْ شَرِّ سَمعِي وَمِنْ شَرِّ بَصَرِي، وَمِن شَرِّ لِسَانِي، وَمِنْ شَرِّ قَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيّي

হে আল্লাহ! আমি তোমার আশ্রয় চাই আমার কানের অনিষ্ট থেকে, আমার চোখের অনিষ্ট থেকে, আমার যবানের অনিষ্ট থেকে, আমার অন্তরের অনিষ্ট থেকে এবং আমার বীর্যের অনিষ্ট থেকে।[20]

 [৬৫]    اللَّهُمَّ إنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْـعَفْوَ فَاعْفُ عَنِّي

হে আল্লাহ! তুমি ক্ষমাশীল মহানুভব। ক্ষমা করতে ভালবাস। অতএব আমাকে ক্ষমা করে দাও।[21]

 [৬৬]    اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ فِعْلَ الْـخَيْرَاتِ وَتَرْكَ الْـمُنْكَرَاتِ، وَحُبَّ الْـمَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحَبَّ عَمَلٍ يُّقرِّبُنِي إِلَى حُبِّكَ

হে আল্লাহ! আমি তোমার নিকট প্রার্থনা করি নেককাজ করা এবং মন্দ কাজ পরিত্যাগ করা এবং মিসকীনদের প্রতি ভালবাসা পোষণ করা। আমাকে ক্ষমা কর এবং আমার প্রতি দয়া কর। আর যখন তুমি কোন সম্প্রদায়কে ফিতনায় পতিত করতে ইচ্ছা কর, তখন আমাকে ফিতনায় পতিত করা ব্যতীত মৃত্যু দান কর।

(হে আল্লাহ!) আমি চাই তোমার ভালবাসা। তোমাকে যারা ভালবাসে তাদের ভালবাসা এবং যে আমল আমাকে তোমার নিকটবর্তী করবে সেই আমলের ভালবাসা।[22]

 [৬৭]    اللَّهُمَّ إِنِّي أَسْـأَلُكَ مِنَ الْـخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ، وَمَا عَلِمْتُ مِنْهُ، وَمَا لَمْ أَعْلَمْ، اللَّهُمَّ إنّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبيُّكَ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْـجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذ بكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِيْ خَيْراً

হে আল্লাহ! আমি তোমার কাছে দ্রুত ও বিলম্বে আগমনকারী, জানা ও অজানা সকল কল্যাণ প্রার্থনা করছি। আর আমি তোমার কাছে দ্রুত ও বিলম্বে আগমনকারী, জানা ও অজানা সকল অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি তোমার নিকট সেসব কল্যাণ প্রার্থনা করছি যা তোমার বান্দা ও নবী (সা) প্রার্থনা করেছেন। আর আমি তোমার নিকট সেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি যা থেকে তোমার বান্দা ও নবী (সা) আশ্রয় কামনা করেছেন।

হে আল্লাহ্! আমি তোমার কাছে জান্নাত প্রার্থনা করি এবং ঐসব কথা ও কাজের প্রার্থনা করি যেগুলো আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে। আর আমি তোমার নিকট জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি এবং ঐসব কথা ও কাজ হতেও পানাহ চাচ্ছি যেগুলো আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেবে। আর আমি তোমার কাছে প্রার্থনা করছি  যে, তুমি আমার তাকদীরে যা নির্ধারণ করে রেখেছ তার পরিনাম আমার জন্য কল্যাণকর কর।[23]

 [৬৮]    اللَّهُمَّ احْفَظْنِي بالإِسْلاَمِ قَائِماً، وَاحْفَظْنِي بالإِسْلاَمِ قَاعِداً، وَاحْفَظْنِي بِالإِسْلاَمِ رَاقِداً، وَلاَ تشْمِتْ بي عَدُوّاً وَلاَ حَاسِداً، اللَّهُمَّ إنّي أَسْأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَائِنُهُ بيَدِكَ، وَأَعُوذُ بكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَائِنُهُ بيَدِكَ

হে আল্লাহ্! তুমি দাড়ান অবস্থায় আমাকে ইসলাম দ্বারা হিফাযত কর। বসা অবস্থায় আমাকে ইসলাম দ্বারা হিফাযত কর। শায়িত অবস্থায়ও আমাকে ইসলাম দ্বারা হিফাযত কর। আমার ব্যাপারে আমার হিংসুক শত্রুকে কখনো খুশী হওয়ার সুযোগ প্রদান করো না। হে আল্লাহ! আমি তোমার নিকট সকল কল্যাণ প্রার্থনা করি যার ভাণ্ডার তোমার হাতে। আর তোমার নিকট সকল অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করি যার উৎস তোমার হাতে।[24]

 [৬৯]    اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُولُ بهِ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بهِ جَنَّتَكَ، وَمِنَ الْـيَقِينِ مَا تُهَوِّنُ بهِ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا، اللَّهُمَّ مَتِّعْنَا بَأَسْمَاعِنَا وَبأَبْصَارِنَا، وَقُوَّاتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْـوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَن ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى عَدُوِّنَا، وَلاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا، وَلاَ مَبْلَغَ عِلْمِنَا، وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا

হে আল্লাহ্! তুমি আমাদেরকে তোমার ভয় ঐ পরিমাণ দান কর, যার দ্বারা তুমি আমাদের ও আমাদের গুনাহর মাঝে বাঁধার সৃষ্টি করবে। তোমার ইবাদত-আনুগত্য ঐ পরিমাণ দান কর যার দ্বারা তুমি আমাদেরকে জান্নাতে পৌছে দেবে। ইমান ও ইয়াকীন ঐ পরিমাণ দান কর যার দ্বারা তুমি আমাদের দুনিয়ার বিপদাপদ সহজ করে দেবে।

হে আল্লাহ! যতদিন আমাদেরকে জীবিত রাখবে ততদিন আমাদেরকে আমাদের চোখ কান ও শক্তি ক্ষমতা দ্বারা উপকৃত কর। আর তা আমাদের উত্তরাধিকার কর। যারা আমাদের উপর অত্যাচার করে তাদের থেকে আমাদের প্রতিশোধ গ্রহণ কর। আর যারা আমাদের প্রতি শত্রুতা করে তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর। আমাদেরকে দীনের ব্যাপারে কখনো বিপদগ্রস্ত করো না। দুনিয়াকে আমাকে চূড়ান্ত লক্ষ্য এবং জ্ঞানের শেষ সীমা করো না। আর এমন কোন ব্যক্তিকে আমাদের উপর আধিপত্য দিয়ো না, যে আমাদের প্রতি সদয় আচরণ করবে না।[25]

 [৭০]    اللَّهُمَّ إنّي أَعُوذ بكَ مِنَ الْـجُبنِ، وَأُعُوذ بكَ مِنَ الْـبُخلِ، وَأَعُوذ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذلِ الْـعُمرِ، وَأَعُوذ بكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْـقَبرِ

হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই কাপুরুষতা থেকে। তোমার আশ্রয় চাই কৃপণতা থেকে। তোমার আশ্রয় চাই অকর্মণ্য বয়স থেকে। আর তোমার আশ্রয় চাই দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে।[26]

 [৭১]    اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي، وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي هَزلِي وَجدِّي، وَخَطَئِي وَعَمَدِي، وَكُلَّ ذلِكَ عِنْدِي

হে আল্লাহ! তুমি মাফ করে দাও আমার অনিচ্ছাকৃত গুনাহ, আমার অজ্ঞতা, আমার কাজের সকল প্রকার সীমালংঘন এবং আমার সেসব গুনাহ যা তুমি আমার চেয়েও বেশী জান। হে আল্লাহ! তুমি ক্ষমা করে দাও আমার ইচ্ছাকৃত পাপ, উপহাসমূলক পাপ এবং আমার ভুলত্রুটি। আর এই ধরণের সব গুনা আমার মধ্যে রয়েছে।[27]

 [৭২]    اللَّهُمَّ إنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْماً كَثِيراً، وَلا يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّك أَنْتَ الْـغَفُورُ الرَّحِيمُ

 হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক অন্যায়-অবিচার করেছি এবং তুমি ব্যতীত গুনাহ ক্ষমা করার কেউ নেই। অতএব আমাকে তোমার পক্ষ থেকে ক্ষমা করে দাও। আমার উপর দয়া কর। কেননা তুমি ক্ষমাকারী ও দয়াকারী।[28]

 [৭৩]    اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبكَ خَاصَمْتُ، اللَّهُمَّ إِنِّي أَعُوذ بعِزَّتِكَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْـحَيُّ الَّذِي لاَ يَمُوتُ، وَالْـجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ

হে আল্লাহ! আমি তোমারই নিকট আত্মসমর্পণ করেছি এবং তোমার প্রতিই ঈমান এনেছি। তোমার উপরই ভরসা করছি, তোমার দিকেই রুজু হয়েছি এবং তোমার জন্যই লড়াই ঝগড়া  করেছি। হে আল্লাহ! তোমার ইযযতের কাছে পানাহ চাচ্ছি, তুমি ব্যতীত কোন ইলাহ নেই । তুমি আমাকে পথভ্রষ্ট করো না। তুমি চিরঞ্জীব সত্তা, যার মৃত্যূ নেই । আর জিন ও ইনসান সবাই মৃত্যুবরণ করবে।[29]

 [৭৪]    اللَّهُمَّ إنّا نَسْأَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ وَالْـغَنِيمَةَ مِنْ كُلِّ برٍّ وَالْـفَوْزَ بالْـجَنَّةِ، وَالنَّجَاةَ مِنَ النَّارِ

হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার রহমত নির্ধারণকারী বিষয় প্রার্থনা করছি। তোমার মাগফিরাতের কার্যকারণসমূহ প্রার্থনা করছি। আর (প্রার্থনা করছি) প্রতিটি গুনাহ হতে দূরে থাকা ও প্রতিটি নেকী লাভ করা এবং জান্নাতের সাফল্য ও জাহান্নামের আগুন থেকে মুক্তি।[30]

 [৭৫]    اللَّهُمَّ إِنِّي أَعُوذ بكَ مِنْ شَرِّ مَا عَلِمْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْلَمْ

হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই সে সব অনিষ্ট থেকে যা আমি জানি আর যা আমি জানি না।[31]

 [৭৬]    اللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عَنْدَ كِبَرِ سِنِّي، وَانْقِطَاعِ عُمرِي

হে আল্লাহ! তুমি আমার বার্ধক্য ও শেষ জীবনে অধিকতর প্রশস্ত রিযিক দান কর।[32]

 [৭৭]اللَّهُمَّ اغْفِرْ لِي ذنْبي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِي رِزْقِي

হে আল্লাহ! আমাকে ক্ষমা কর। আমার গৃহে প্রশস্ততা দান কর। আর আমার রিযিকের মধ্যে বরকত দান কর।[33]

 [৭৮] اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّه لا يَمْلِكُهَا إِلاَّ أَنْتَ

হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ ও রহমত কামনা করি। কেননা তুমি ব্যতীত এগুলোর কেউ মালিক নয়।[34]

 [৭৯]   اللَّهُمَّ إِنِّي أَعُوذ بكَ: مِنَ التَّرَدِّي، وَالْـهَدمِ، وَالْـغَرقِ، وَالْـحَرقِ، وَأَعُوذ بكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْـمَوْتِ، وَأَعُوذ بكَ أَنْ أَمُوتَ فِي سَبيلِكَ مُدْبراً، وَأَعُوذ بكَ أَنْ أَمُوتَ لَدِيْغاً

হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি উপর থেকে পড়ে যাওয়া, ঘর চাপা পড়া, পানিতে ডূবে যাওয়া এবং আগুনে দগ্ধিভূত হওয়া থেকে। আমি তোমার আশ্রয় চাই মৃত্যূর সময় শয়তানের আক্রমণ থেকে। আমি তোমার আশ্রয় চাই তোমার রাস্তায় পৃষ্ঠ প্রদর্শন করে মৃত্যুবরণ করা হতে। আর আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি (বিষাক্ত প্রাণীর দংশনে) দংশিত হয়ে মৃত্যূবরণ করা থেকে।[35]

 [৮০]    اللَّهُمَّ إِنِّي أَعُوذ بكَ: مِنَ الْـعَجزِ، وَالْـكَسلِ، وَالْـجُبنِ، وَالْـبُخلِ، وَالْـهَرمِ، وَالْـكُفْرِ، وَالْـفُسُوقِ، وَالشِّقَاقِ، وَالنِّفَاقِ، وَالسُّمْعَةِ، وَالرِّيَاءِ، وَأَعُوذ بكَ مِنَ الصَّممِ، وَالْـبكمِ، وَالْـجُنُونِ، وَالْـجُذَامِ، وَالْـبَرصِ وَسَيِّئِ الأَسْقَامِ

হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপূরুষতা, চরম বার্ধক্য, কুফরী ও পাপাচার, বিবাদ ও নিফাক, আত্ম-প্রকাশ ও প্রদর্শনেচ্ছা থেকে। আমি তোমার আরো আশ্রয় চাই মুক, বোবা, পাগলামী, কুষ্ঠ ও ধবল কুষ্ঠ এবং অন্যান্য সব খারাপ রোগ ব্যাধি থেকে।[36]

 [৮১]    اللَّهُمَّ إِنِّي أَعُوذ بكَ: مِنَ الْـفَقْرِ، وَالْـقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذ بكَ مِنْ أَنْ أَظْلِمَ أوْ أُظْلَمَ

হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই দারিদ্রতা, স্বল্পতা, অপমান ও লাঞ্ছনা থেকে। আরো আশ্রয় চাই কাউকে নির্যাতন করা ও কারো দ্বারা নির্যাতিত হওয়া থেকে।[37]

 [৮২]    اللَّهُمَّ إِنِّي أَعُوذ بكَ: مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ، وَمِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، أَعُوذ بكَ مِنْ هَؤُلاءِ الأَرْبَع

হে আল্লাহ! আমি তোমার নিকট এমন অন্তর থেকে পানাহ চাই যা বিনম্র হয় না।  এমন দুআ থেকে যা শ্রবণ করা হয় না। এমন নফস থেকে যা তৃপ্ত হয় না। আর এমন ইলম থেকে যা উপকার করে না। আমি তোমার আশ্রয় চাই এই চারটি বিষয় থেকে।[38]

 [৮৩]    اللَّهُمَّ إِنِّي أَعُوذ بكَ: مِنْ يَوْمِ السُّوءِ، وَمِنْ لَيْلَةِ السُّوءِ، وَمِنْ سَاعَةِ السُّوءِ، وَمِنْ صَاحِبِ السُّوءِ، وَمِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْـمَقَامَةِ

হে আল্লাহ! আমি তোমার আশ্রয় চাই মন্দ দিন, মন্দ রাত, মন্দ সময়, মন্দ সঙ্গী এবং মন্দ প্রতিবেশী থেকে।[39]

 [৮৪]  اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْـجَنَّةَ وَأَسْتَجِيرُ بكَ مِنَ النَّارِ» (ثلاث مرات)

হে আল্লাহ! আমি তোমার নিকট জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে মুক্তি চাই (তিনবার)।[40]

 [৮৫]اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ

হে আল্লাহ! আমাকে দীনের গভীর জ্ঞান দান কর।[41]

 [৮৬] اللَّهُمَّ إِنِّي أَعُوذ بكَ: أَنْ أُشْرِكَ بكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ

হে আল্লাহ! জেনে বুঝে তোমার সাথে শিরক করা থেকে পানাহ চাই। আর অজানাভাবে যা হয়েছে তার জন্য ক্ষমা চাই।[42]

 [৮৭] اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نَافِعاً، وَرِزْقاً طَيِّباً وَعَمَلاً مُتَقَبَّلاً

হে আল্লাহ! আমি তোমার নিকট প্রার্থনা করি উপকারী ইলম, পবিত্র রিযিক এবং মকবুল আমল।[43]

 [৮৮]  اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نَافِعاً، وَأَعُوذ بكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ

হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারী ইলম প্রার্থনা করি এবং অপকারী ইলম থেকে পানাহ চাই।[44]

 [৮৯]    اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللهُ بأَنَّكَ الْـوَاحِدُ الأَحَدُ، الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذنُوبي، إِنَّكَ أَنْتَ الْـغَفُورُ الرَّحِيمُ

হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার নিকট প্রার্থনা করছি। হে আল্লাহ! নিশ্চয়ই তুমি একক ও অমুখাপেক্ষী। যার কোন সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। আর তার সমকক্ষ কেউ নেই। অতএব তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। কেননা তুমি ক্ষমাশীল দয়ালু।[45]

 [৯০]    اللَّهُمَّ أَنْتَ اللهُ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ، أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْـبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، أَنْتَ الْـمُقَدِّمُ وَأَنْتَ الْـمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

হে আল্লাহ! তুমিই একমাত্র আল্লাহ। যিনি কাউকে জন্ম দেন নি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি আর তার সমকক্ষ কেউ নেই। (হে আল্লাহ!) তুমিই প্রথম, তোমার পূর্বে কিছু নেই। তুমিই শেষ, তোমার পরে কিছু নেই। তুমিই প্রকাশ্য, তোমার উপরে কিছু নেই। তুমিই গোপন, তোমার নিচে আর কিছু নেই। তুমিই অগ্রগামী কর এবং তুমিই পিছনে ফেল। আর তুমি সবকিছুর উপর ক্ষমতাবান।

 [৯১]    اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بأَنَّ لَكَ الْـحَمْدُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، يَا بَدِيعَ السَّمَاوَاتِ وَالأَرْضِ، يَا ذا الْـجَلاَلِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ الْـجَنَّةَ، وَأَعُوذ بكَ مِنَ النَّارِ

হে আল্লাহ! সকল প্রশংসা তোমারই জন্য। তুমি ব্যতীত কোন মাবুদ নাই। তুমি একক, তোমার কোন শরীক নাই। হে আসমান ও যমীনের সৃষ্টিকর্তা! হে মহা সম্মানের অধিকারী। হে চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তোমার নিকট জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে পানাহ চাই।[46]

 [৯২]  رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْـغَفُورُ

হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর এবং আমার তওবা কবুল কর। নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী ক্ষমাকারী।[47]

 [৯৩]    اللَّهُمَّ بعِلْمِكَ الْـغَيْبِ، وَقُدْرَتِكَ عَلَى الْـخَلْقِ، أَحْينِي مَا عَلِمْتَ الْـحَيَاةَ خَيْراً لِي، وَتَوَفَّنِي إِذا عَلِمْتَ الْـوَفَاةَ خَيْراً لِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْـغَيْبِ، وَأَسْأَلُكَ الْـقَصدَ فِي الْـغِنَى وَالْـفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيماً لاَ يَنْفَدُ، وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَ تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْـقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْـعَيْشِ بَعْدَ الْـمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلاَ فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِيْنَةِ الإِيْمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ

হে আল্লাহ! গায়েবী বিষয়ে তোমার জ্ঞান এবং সমস্ত সৃষ্টির উপর তোমার সক্ষমতা দ্বারা আমাকে ততদিন জীবিত রাখ, যতদিন সম্পর্কে তুমি জান যে, জীবন আমার জন্য কল্যাণকর। আর যখন তোমার জ্ঞানে আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দান করো।

হে আল্লাহ! আমি প্রার্থনা করি গোপনে (ও প্রকাশ্যে) তোমাকে ভয় করার। প্রাচূর্য ও দারিদ্র উভয় অবস্থায় মধ্যমপন্থা অবলম্বনের। তোমার নিকট প্রার্থনা করি এমন নিআমত যা কখনো শেষ হবে না। চোখের এমন শীতলতা যা কখনো বিচ্ছিন্ন হবে না। তোমার নিকট চাই তোমার ফয়সালার প্রতি সন্তুষ্টি এবং মৃত্যুর পর আরামের জীবন। আরো চাই তোমার সুন্দর চেহারার দর্শন এবং তোমার সাক্ষাতের এমন আগ্রহ যা ক্ষতিকারক বিপদ ও পথভ্রষ্টকারী ফিতনায় পতিত হওয়া ব্যতীত লাভ হবে। হে আল্লাহ! আমাদেরকে ইমানের সৌন্দর্যে ভূষিত কর এবং সত্যপথগামী নেতা বানাও।[48]

 [৯৪]    اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْـخَطَايَا، اللَّهُمَّ نَقِّنِي مِنْهَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْـبَرْدِ وَالْـمَاءِ الْـبَارِدِ

হে আল্লাহ! আমাকে পবিত্র কর গুনাহ ও ত্রুটি-বিচ্যুতি থেকে। হে আল্লাহ! আমাকে এগুলো থেকে পবিত্র কর যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! তুমি আমাকে তুষার ও বরফের পানি দ্বারা এবং শীতল পানি দ্বারা পবিত্র করে দাও।[49]

 [৯৫]    اللَّهُمَّ رَبَّ جَبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَرَبَّ إِسْرَافِيلَ، أَعُوذ بكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْـقَبْرِ

হে আল্লাহ! জিবরাইল মিকাইল ও ইসরাফীলের রব! আমি তোমার আশ্রয় চাই জাহান্নামের উত্তাপ এবং কবরের আযাব থেকে।[50]

 [৯৬]  اللَّهُمَّ الْـهِمْنِي رُشْدِي، وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي

হে আল্লাহ! আমার অন্তরে সৎপথের দিশা দান কর এবং আমাকে আমার নফসের অনিষ্ট থেকে রক্ষা কর।[51]

 [৯৭]    اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ، وَرَبَّ الْـعَرْشِ الْـعَظِيمِ، رَبنَّا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْـحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْـفُرْقَانِ، أَعُوذ بكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بنِاَصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْـبَاطِنُ فَلَيْسَ دُوْنَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَاغْنِنَا مِنَ الْـفَقْرِ

হে আল্লাহ! হে আকাশের রব, যমিনের রব, মহান আরশের রব, আমাদের রব ও প্রত্যেক বস্তুর রব! হে শস্য-বীজ ও আঁটি বিদীর্ণকারী, হে তাওরাত, ইনজীল ও ফুরকান (কুরআন) নাযিলকারী। আমি প্রত্যেক এমন বস্তুর অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, যার (মাথার) অগ্রভাগ তুমি ধরে রেখেছ (নিয়ন্ত্রণ করছ)। হে আল্লাহ! তুমিই প্রথম, তোমার পূর্বে কিছু নাই। তুমি সর্বশেষ, তোমার পরেও কিছু নাই। তুমি প্রকাশ্য, তোমার উপরে কিছু নাই। তুমিই গোপন, তোমার নিম্নেও কিছু নাই। তুমি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে অভাবগ্রস্ততা থেকে অভাবমুক্ত কর।[52]

 [৯৮]    اللَّهُمَّ ألِّفْ بَيْنَ قُلُوبنَا، وَأَصْلِحْ ذاتَ بَيْنِنِا، وَاهْدِنَا سُبُلَ السَّلاَمِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَجَنِّبْنَا الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا، وَقُلُوبنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعَمِكَ، مُثْنِينَ بهَا عَلَيْكَ، قَابلِينَ لَهَا وَأَتِمِمْهَا عَلَيْنَا

হে আল্লাহ! আমাদের অন্তরে পারস্পরিক মিল-মহব্বত দান কর এবং আমাদের সকল অবস্থা ঠিক করে দাও। আমাদেরকে শান্তির পথে চালাও। অন্ধকার থেকে আলোর দিকে এনে নাজাত দাও। দূরে রাখ আমাদেরকে প্রকাশ্য ও গোপন অশ্লিলতা থেকে। বরকত দাও আমাদের কানে, চোখে, অন্তরে, স্ত্রী ও সন্তান-সন্তীতে। আমাদের তওবা কবুল কর। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী অতি দয়ালু। আমাদেরকে কর তোমার নিআমতের শোকরগুযার, তার প্রশংসাকারী ও তার যোগ্য। আর এই নিআমতগুলো আমাদের উপর পূর্ণ করে দাও।[53]

 [৯৯]  اللَّهُمَّ جَنِّبْنِي مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَهْوَاءِ وَالأَعْمَالِ وَالأَدْوَاءِ

হে আল্লাহ! দূরে রাখ আমাকে খারাপ স্বভাব-চরিত্র, নফসানী খাহেশের অনুসরণ, খারাপ কাজ-কর্ম এবং খারাপ রোগ-ব্যাধি থেকে।[54]

 [১০০]  اللَّهُمَّ حَاسِبْنِي حِسَاباً يَسِيراً

হে আল্লাহ! তুমি আমার হিসাব সহজভাবে নিও।[55]

 [১০১]  اللَّهُمَّ أَعِنَّا عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

হে আল্লাহ! তোমার যিকির, তোমার শোকর এবং তোমার উত্তম ইবাদতের জন্য আমাদেরকে সাহায্য কর।[56]

[1] . সহিহ বুখারী, দুআ অধ্যায়, হাদীস:৬৩৮৯।

[2] . সহিহ বুখারী, দুআ অধ্যায়, হাদীস:৬৩৭৭।

[3] . সহিহ বুখারী, দুআ অধ্যায়, হাদীস:৬৩৬৭।

[4] . সহিহ বুখারী, দুআ অধ্যায়, হাদীস:৬৩৪৭।

[5] . সহিহ মুসলিম, দুআ অধ্যায়, হাদীস:২৭২০।

[6] . সহিহ মুসলিম, দুআ অধ্যায়, হাদীস:২৭২১।

[7] . সহিহ মুসলিম, দুআ অধ্যায়, হাদীস:২৭২২।

[8] . সহিহ মুসলিম, দুআ অধ্যায়, হাদীস:২৭২৫।

[9] . সহিহ মুসলিম, দুআ অধ্যায়, হাদীস:২৭৩৯।

[10] . রাসূলুল্লাহ (সা) হযরত ইবনে মাসউদ (রা) এর জন্য যে দুআ করেছেন সেই দুআর আলোকে। দ্র: সহিহ বুখারী, হাদীস:৬৩৩৪ এবং আদাবুল মুফরাদ, হাদীস:৬৩৫। আর দ্বিতীয়ত ঐ হাদীস যার মধ্যে রয়েছে, ঐ ব্যক্তি সৌভাগ্যবান যার হায়াত দীর্ঘ হয়েছে এবং আমল ভাল হয়েছে। দ্র: মিশকাত, দুআ অধ্যায়, হাদীস:২২৭০।

[11] . সহিহ বুখারী, কিতাবুত তাওহীদ, হাদীস:৭৪৩১।

[12] . সুনানে আবু দাউদ, কিতাবুল আদাব, হাদীস:৫০৯০।

[13] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৫০৫।

[14] . মুসনাদে আহমদ, হাদীস:৩৭১২।

[15] . সহিহ মুসলিম, দুআ অধ্যায়, হাদীস:২৬৫৪।

[16] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৫৮৭।

[17] . সুনানে ইবনে মাজাহ, দুআ অধ্যায়, হাদীস:৩৮৮৪।

[18] . মুসনাদে আহমদ, হাদীস:১৭৬২৮।

[19] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৫৫১।

[20] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৪৯২।

[21] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৫১৩।

[22] . জামে তিরমিযী, কিতাবুত তাফসীর, হাদীস:৩২৩৫।                               

[23] . সুনানে ইবনে মাজাহ, দুআ অধ্যায়, হাদীস:৩৮৪৬।

[24] . আল মুস্তাদরাক হাকীম, দুআ অধ্যায়, হাদীস:১৯২৪।

[25] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৫০২।

[26] . সহিহ বুখারী, দুআ অধ্যায়, হাদীস:৬৩৭৪।

[27] . সহিহ বুখারী, দুআ অধ্যায়, হাদীস:৬৩৯৯।

[28] . সহিহ বুখারী, দুআ অধ্যায়, হাদীস:৬৩২৬।

[29] . সহিহ মুসলিম, দুআ অধ্যায়, হাদীস:২৭১৭।

[30] . আল মুস্তাদরাক হাকীম, দুআ অধ্যায়, হাদীস:১৯২৫।

[31] . তাখরীজ আহাদীসে ইহ্ইয়া, হাদীস:৪।

[32] . আল মুস্তাদরাক হাকীম, দুআ অধ্যায়, হাদীস:১৯৮৭।

[33] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৫০০।

[34] . তাবরানী কাবীর, হাদীস:১০৩৮৯।

[35] . সুনানে নাসাঈ, ইস্তিআযা অধ্যায়, হাদীস:৫৫৩১।

[36] . আল মুস্তাদরাক হাকীম, দুআ অধ্যায়, হাদীস:১৯৪৪।

[37] . সুনানে আবু দাউদ, কিতাবুস সালাত, হাদীস:১৫৪৪।

[38] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৪৮২।

[39] . তাবরানী- কিতাবুদ দুআ, হাদীস:১৩৩৮।

[40] . হাদীস শরীফে আছে- যদি কোন ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জান্নাত প্রার্থনা করে তবে জান্নাত বলে, হে আল্লাহ! একে জান্নাতে দাখিল কর। আর যদি কোন ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায় তবে জাহান্নাম বলে, হে আল্লাহ! একে জাহান্নাম থেকে আশ্রয় দান কর। দ্র: জামে তিরিমিযী, জান্নাত অধ্যায়, হাদীস:২৫৭২।

[41] . নবী (সা) হযরত ইবনে আব্বাস (রা) এর জন্য যে দুআ করেছেন সেই দুআর আলোকে। দ্র: সহিহ বুখারী, কিতাবুল ইলম, হাদীস:১৪৩।

[42] . মুসনাদে আবী ইয়ালা, হাদীস:৬০।

[43] . মুসনাদে আহমদ, হাদীস:২৬৬০২।

[44] . সহিহ ইবনে হিব্বান, কিতাবুর রাকায়েক, হাদীস:৮২।

[45] . সুনানে নাসাঈ, কিতাবুস সাহউয়ি, হাদীস:১৩০১।

[46] . সুনানে আবু দাউদ, কিতাবুস সালাত, হাদীস:১৪৯৫।

[47] . মুসনাদে আহমদ, হাদীস:৪২২৬।

[48] . সুনানে নাসাঈ, কিতাবুস সাহউয়ি, হাদীস:১৩০৫।

[49] . সুনানে নাসাঈ, কিতাবুল গোসল, হাদীস:১৩০৫।

[50] . সুনানে নাসাঈ, কিতাবুল ইস্তিআযাহ, হাদীস:৫৫১৯।

[51] . জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস:৩৪৮৩।

[52] . সহিহ মুসলিম, দুআ অধ্যায়, হাদীস:২৭১৩।

[53] . সুনানে আবু দাউদ, কিতাবুস সালাত, হাদীস:৯৬৯।

[54] . আল মুস্তাদরাক হাকীম, দুআ অধ্যায়, হাদীস:১৯৪৯।

[55] . মুসনাদে আহমদ, হাদীস:২৪২১৫।

[56] . বায়হাকী আদ দাওয়াতুল কাবীর, হাদীস:২৭৫।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!