আল কুরআনের দুআসমূহ

দারুস সাআদাত গ্রন্থ

গ্রন্থঃ দুআর বাগান

সংকলকঃ শায়খ আব্দুল মালিক আল কাসিম

অনুবাদঃ দারুস সাআদাত কর্তৃক অনূদিত

স্বত্বঃ দারুস সাআদাত কর্তৃক সংরক্ষিত, বিনানুমতিতে কপি করা, মূদ্রণ করা এবং এপে ব্ব্যযবহার করা আইনত দণ্রডনীয়। কেউ করলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

[আল কুরআনের দুআ ]

    [] بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ  الرَّحْمَنِ الرَّحِيمِ  مَالِكِ يَوْمِ الدِّينِ  إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ  اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ  صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। প্রশংসা  একমাত্র আল্লাহর জন্য  যিনি নিখল বিশ্ব– জাহানের রব। যিনি পরম দয়ালু ও করুণাময়। প্রতিদান দিবসের মালিক৷ আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং  একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন কর। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ নয় যারা ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট।– সূরা আল ফাতিহা

 [] رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

হে আমাদের প্রতিপালক! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ।– সূরা বাকারা:১২৭

 []رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান কর এবং আখিরাতেও কল্যাণ দান কর। আর আমাদেরকে দোযখের আগুন থেকে বাঁচাও।– সূরা বাকারা:২০১

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ []

হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে ধৈর্য দান কর এবং আমাদের পা অবিচল রাখ। আর কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।– সূরা বাকারা:২৫০

    []  رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

হে আমাদের রব! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের রব! পূর্ববর্তীদের উপর যে গুরুদায়িত্ব তুমি অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের রব! এমন ভার আমাদের উপর অর্পণ করো না, যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদের মাফ করে দাও, আমাদের ক্ষমা কর। আমাদের প্রতি রহম কর। তুমিই আমাদের অভিভাবক। অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য কর। সূরা বাকারা:২৮৬

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ  []

হে আমাদের রব! সঠিক পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে বক্র করো না এবং তোমার নিকট হতে আমাদেরকে করুণা দান কর। নিশ্চয়েই তুমি মহাদাতা।–সূরা আল ইমরান:৮

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ []

হে আমাদের রব! আমরা ইমান এনেছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা কর এবং আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা কর।- সূরা আল ইমরান:১৬

 []    اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও। যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাবান।- সূরা আল ইমরান:২৬

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ []

হে আমার প্রতিপালক! তোমার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান কর-নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।- সূরা আল ইমরান:৩৮

رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ [১০]

হে আমাদের প্রতিপালক! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রাসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও।- সূরা আল ইমরান:৫৩

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ [১১]

হে আমাদের প্রতিপালক! আমাদের গুনাহ এবং আমাদের কাজের সকল প্রকার সীমালংঘন ক্ষমা করে দাও। আর আমাদেরকে দৃঢ় রাখ এবং কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।- সূরা আল ইমরান:১৪৭

 [১২]رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ  رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

হে আমাদের প্রতিপালক! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও। হে আমাদের প্রতিপালক!  নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে, আর যালিমদের জন্যে তো কোন সাহায্যকারী নেই।

হে আমাদের প্রতিপালক! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি।

হে আমাদের প্রতিপালক! আমাদের সকল গুনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।

হে আমাদের প্রতিপালক! তোমার রসূলগণের মাধ্যমে যা দেওয়ার ওয়াদা করেছ, তা আমাদেরকে প্রদান কর এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না। নিশ্চয় তুমি অঙ্গীকার ভঙ্গ করো না।- সূরা আল ইমরান:১৯১-১৯৪

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ [১৩]

 হে আমাদের প্রতিপালক! আমরা ইমান এনেছি। অতএব, আমাদেরকে (ইমান ও ইসলামের) সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করো।– মায়িদা:৮৩

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ [১৪]

হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি যুলম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা ও দয়া না করো, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্থ হয়ে যাব।- সূরা আরাফ:২৩

رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ [১৫]

হে আমাদের প্রতিপালক! আমাদেরকে যালিমদের সাথী করো না।– সূরা আরাফ:৪৭

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ [১৬]

হে আমাদের প্রতিপালক! আমাদেরকে যালিম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করো না।- সূরা ইউনূস:৮৫

 [১৭] رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ

হে আমার প্রতিপালক! যে বিষয়ে আমার জ্ঞান নেই, সে বিষয়ে তোমার কাছে প্রার্থনা করা হতে আশ্রয় প্রার্থনা করছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও  দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব।- সূরা হুদ:৪৭

رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ [১৮]

হে আমার প্রতিপালক! এ শহরকে নিরাপদ ও শান্তিময় করে দাও এবং আমাকে ও আমার সন্তান-সন্ততীকে মূর্তিপূজা থেকে দূরে রাখ।- সূরা ইবরাহিম:৩৫

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ [১৯]

হে আমার প্রতিপালক! আমাকে নামায কায়েমকারী কর এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের প্রতিপালক! আর কবুল কর আমাদের দুআ।-সূরা ইবরাহিম:৪০

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ [২০]

হে আমাদের প্রতিপালক! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা কর- যেদিন হিসাব কায়েম হবে।- সূরা ইবরাহিম:৪১

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا [২১]

হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে।– সূরা ইসরা:২৪

 [২২] رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا

হে আমার প্রতিপালক! আমাকে প্রবেশ করাও কল্যাণের সাথে এবং বের কর কল্যাণের সাথে। আর তোমার নিকট থেকে আমাকে দান কর সাহায্যকারী শক্তি।– সূরা ইসরা:৮০

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا [২৩]

হে আমাদের প্রতিপালক! তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান কর। আর আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা কর।– সূরা কাহাফ:১০

رَبِّ زِدْنِي عِلْمًا [২৪]

হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করে দাও।– সূরা ত্বাহা:১১৪

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ [২৫]

হে আল্লাহ! তুমি ব্যতীত কোন মাবুদ নাই। তুমি পবিত্র। নিশ্চয়ই আমি নিজের প্রতি যুলুম করেছি।– সূরা আম্বিয়া:৮৭

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ [২৬]

হে আমার প্রতিপালক! আমাকে একা নিঃসঙ্গ রেখো না। তুমিই তো উত্তম ওয়ারিস।-সূরা আম্বিয়া:৮৯

رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ [২৭]

হে আমার প্রতিপালক! আমাকে এমনভাবে অবতরণ করাও যা হবে কল্যাণকর। আর তুমিই তো শ্রেষ্ঠ অবতরণকারী।– সূরা মুমিনূন:২৯

رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ [২৮]

হে আমার প্রতিপালক! আমি শয়তানের প্ররোচনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার প্রতিপালক! আমার নিকট তাদের উপস্থিতি থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি।– সূরা মুমিনূন:৯৭-৯৮

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ [২৯]

হে আমাদের প্রতিপালক! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।- সূরা মুমিনূন:১০৯

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ [৩০]

হে আমার প্রতিপালক! ক্ষমা কর ও দয়া কর। দয়ালুদের মধ্যে তুমিই তো শ্রেষ্ট দয়ালু।- সূরা মুমিনূন:১১৮

    [৩১] رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ

হে আমার প্রতিপালক! তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর।– সূরা নামল:১৯

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي [৩২]

হে আমার প্রতিপালক! আমি তো আমার নিজের উপর যুলুম করেছি। অতএব, তুমি আমাকে ক্ষমা কর।– সূরা কাসাস:১৬

رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِلْمُجْرِمِينَ [৩৩]

হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছ, এরপর আমি কখনও অপরাধীদের সাহায্যকারী হব না।- সূরা কাসাস:১৬

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ [৩৪]

হে আমার প্রতিপালক! আমাকে যালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা কর।- সূরা কাসাস:২১

رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ [৩৫]

হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাযিল করবে, আমি তার মুখাপেক্ষী।- সূরা কাসাস:২৪

رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ [৩৬]

হে আমার প্রতিপালক! দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।– সূরা আনকাবূত:৩০

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا [৩৭]

হে আমাদের প্রতিপালক! আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ।– সূরা ফুরকান:৬৫

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا [৩৮]

হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য আমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে চোখের শীতলতা প্রদান কর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্য ইমাম বা আদর্শস্বরূপ। -সূরা ফুরকান:৭৪

 [৩৯] رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

হে আমাদের প্রতিপালক! তোমার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং তোমার পথে চলে, তাদেরকে ক্ষমা কর এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা কর। হে আমাদের প্রতিপালক! আর তাদেরকে দাখিল কর স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছ এবং তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।– সূরা মুমিন:৭-৮

 [৪০]    رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

হে আমার প্রতিপালক! তুমি আমাকে সামর্থ্য দান কর, যাতে আমি তোমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তার জন্য যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকাজ করতে পারি। আর আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ কর। আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত।– সূরা আহকাফ:১৫

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ [৪১]

হে আমার প্রতিপালক! আমাকে নেক সন্তান দান কর।– সূরা আস সাফফাত:১০০

 [৪২]    رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

হে আমাদের প্রতিপালক!  আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক! তুমি দয়ালু, পরম করুণাময়।– সূরা হাশর:১০

    [৪৩] رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ  رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

 হে আমাদের প্রতিপালক! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র করো না। হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা কর। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।– সূরা মুমতাহিনা:৪-৫

     [৪৪] رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا

হে আমার প্রতিপালক! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে- তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালিমদের জন্য কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।– সূরা নূহ:২৮

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!