শুআবুল ইমান – কিয়ামতের দিন কাফির দ্বারা মুমিনের বদল প্রসঙ্গে

মুখতাসার শুআবুল ইমান, ইমানে ১ থেকে ৫ এর pdf  এর জন্য মেসেজ করুন whatsapp  এ অথবা কল করুন এই নং এ 01961810343

মুখতাসার শুআবুল ইমান

দারুস সাআদাত গ্রন্থ

স্বত্ব দারুস সাআদাত কর্তৃক সংরক্ষিত

فَصْلٌ فِي فِدَاءِ الْمُؤْمِنِ

অনুচ্ছেদ মুমিনের বদল প্রসঙ্গে

আবু মূসা আর তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন,

إِذَا كَانَ يَوْمَ الْقِيَامَةِ دُفِعَ إِلَى كُلِّ مُؤْمِنٍ رَجُلٌ مِنْ أَهْلِ الْمِلَلِ فَقِيلَ لَهُ: هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ

কিয়ামতের দিন প্রত্যেক মুমিনের পক্ষ থেকে অপর ধর্মের একজনকে দিয়ে বলা হবে যে, এটা জাহান্নামের জন্য তোমার ফিদইয়া বা বদলা।

হযরত উমর ইবনে আব্দুল আযীয তার পিতা থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন,

لَا يَمُوتُ رَجُلٌ من المُسْلِمين إِلَّا أَدْخَلَ اللهُ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا

যখনই কোন মুসলমান মারা যায় তখন আল্লাহ তাআলা তার পরিবর্তে কোন ইহুদী অথবা নাসারাকে জাহান্নামে প্রবেশ করান।

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন,

لَا يَدْخُلُ أَحَدٌ الْجَنَّةَ إِلَّا أُرِيَ مَقْعَدَهُ مِنَ النَّارِ لَوْ أَسَاءَ لِيَزْدَادَ شُكْرًا، وَلَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ إِلَّا أُرِيَ مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، لَوْ أَحْسَنَ لِيَكُونَ عَلَيْهِ حَسْرَةً

কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে তার ঠিকানা না দেখে, যেন সে অধিক শোকর আদায় করে। আর কোন ব্যক্তিই জাহান্নামে প্রবেশ করবে না, জান্নাতে তার ঠিকানা না দেখে, যেন এতে তার দুঃখ ও আফসোস বেশী হয়।

        অপর এক বর্ণনায় আছে- প্রত্যেক ব্যক্তির দুটি মনযিল হয়, একটি জান্নাত আরেকটি জাহান্নাম। যদি মৃত্যুর পর ব্যক্তি জাহান্নামে চলে যায় তবে জান্নাতবাসীগণ তার জান্নাতের ঘরে ওয়ারিশ হয়ে যায়। এই অর্থই হল এই আয়াতের

أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ

তারাই হল (জান্নাতের) ওয়ারিশ।–সূরা মুমিন ১০

হযরত সুফিয়ান বিন উয়াইনাহ বলেন যখন এই আয়াত নাযিল হল

وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ

আমার রহমত সবকিছুতে পরিব্যপ্ত।– সূরা ১৫৬

তখন ইবলিস ঘাড় উপরের দিকে তুলে বলল, আমিও সবকিছুর মধ্যে। 

অতঃপর নাযিল হল

فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ، وَيُؤْتُونَ الزَّكَاةَ، وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ

সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত প্রদান করে। আর যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে।– সূরা আরাফ ১৫৬

সুফিয়ান ইবনে উয়াইনাহ বলেন, তখন ইহুদী ও নাসারারা তাদের ঘাড় উঁচু করল এবং বলল, আমরা তাওরাতের উপর ইমান রাখি এবং ইঞ্জিলের উপরও। আমরা যাকাতও প্রদান করি।

অতঃপর আল্লাহ তাআলা ইবলিস থেকে এবং ইহুদী নাসারাদের থেকে সেগুলো ছিনিয়ে নিলেন এবং একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষভাবে তা নির্ধারণ করে ইরশাদ করলেন-

الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

যারা অনুসরণ করে রাসূলের, যে উম্মী নবী- যার গুণাবলী তারা নিজদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়, যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে। আর তাদের থেকে বোঝা ও শৃংখল- যা তাদের উপরে ছিল- অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাযিল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফলকাম।– সূরা আরাফ ১৫৭

আমর বিন আহমদ যাহিদ বলেন, আমি আমার সঙ্গীদের মধ্য হতে বিশ্বস্ত লোকদের থেকে শুনেছি যে, তারা আলোচনা করছিলেন যে, তারা আবু বকর বিন হুসায়ন বিন মিহরান (রহ)-কে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন, যেই রাতে তাকে দাফন করা হয়েছিল। তরা বলেন, তাকে জিজ্ঞাসা করলাম, সম্মানিত উস্তাদ! আল্লাহ তাআলা আপনার সাথে কিরুপ আচরণ করেছেন? তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার বরাবর আবুল হাসান আমেরীকে দাড় করালেন এবং আমাকে বললেন, এই তোমার ফিদইয়া এবং জাহান্নামের বদলা।

তারা বলে যে, যেই রাতে উস্তাদ আবু বকর মৃত্যুবরণ করেছেন ঐ রাতে আবুল হাসান আমেরী মারা গিয়েছিলেন। আর সম্মানিত উস্তাদ এই দিকেই ইঙ্গিত করেছেন যে, সে অর্থাৎ আবুল হাসান তার ইলহাদের (ধর্মদ্রোহিতার) জন্য প্রসিদ্ধ ছিলেন।

ইমাম বায়হাকী (রহ) বলেন, আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি কুফর ফিসক ও মন্দ পরিণতী থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!