ঘুম থেকে উঠার পর কি দুআ পড়বে?

আমালুল ইয়াওমি ওয়াল লাইল- দিবা-রাতের আমলসমূহ ইবনুস সুন্নী (রহ)

দারুস সাআদাত গ্রন্থ

গ্রন্থঃ আমালুল ইয়াওমি ওয়াল লাইলি

লেখকঃ আমালুল ইয়াওমি ওয়াল লাইলি-ইবনুস সুন্নী (রহ)

অনুবাদঃ দারুস সাআদাত কর্তৃক অনূদিত

স্বত্বঃ দারুস সাআদাত কর্তৃক সংরক্ষিত

بَابُ مَا يَقُولُ إِذَا اسْتَيْقَظَ مِنْ مَنَامِهِ

ঘুম থেকে উঠার পর কি দুআ পড়বে?

       ৮.হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ঘুম থেকে উঠার পর এই দুআ পড়তেন-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে মৃত্যুর পর জীবিত করেছেন। আমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে।

نَوْعٌ آخَرُ مِنَ الْقَوْلِ

এ বিষয়ে অপর এক বর্ণনা

       ৯.হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন- তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন সে ই দুআ পড়বে-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ عَلَيَّ رُوحِي، وَعَافَانِي فِي جَسَدِي، وَأَذِنَ لِي بِذِكْرِهِ

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাকে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন, আমার দেহকে সুস্থ  করেছেন এবং আমাকে তার যিকির করার তাওফীক প্রদান করেছেন।

نَوْعٌ آخَرُ

 অপর এক বর্ণনা

       ১০.হযরত আয়িশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন- যখন আল্লাহ তাআলা তার কোন বান্দাকে (ঘুমের পর) তার রূহ ফিরিয়ে দেন আর সে এই দুআ পড়ে

لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। তিনি একক। তার কোন শরীক নেই। রাজত্ব তারই। প্রশংসা তারই জন্য। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন যদিও তা সমুদ্রের ফেনা সমপরিমাণ হয না কেন। 

نَوْعٌ آخَرُ

অপর এক বর্ণনা

১১.হযরত আবু সাঈদ আল খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন- যে বান্দা ঘুম থেকে উঠার পর নিম্নের দুআ পাঠ করে-

سُبْحَانَ الَّذِي يُحْيِي الْمَوْتَى، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي يَوْمَ تَبْعَثُنِي مِنْ قَبْرِي، اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

আল্লাহ তাআলা পবিত্র, যিনি মৃতকে জীবিত করেন। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ! যেদিন আপনি আমাকে কবর থেকে উঠাবেন আমাকে ক্ষমা করেন। হে আল্লাহ! যেদিন আপনি আপনার বান্দাদেরকে উত্থিত করবেন, সেদিন আপনি আমাকে আপনার আযাব থেকে নিরাপদ রাখেন।

তখন আল্লাহ তাআলা তার জবাবে বলেন, আমার বন্দা সত্য বলেছে েএবং আমার প্রশংসা করেছে।

نَوْعٌ آخَرُ

অপর এক বর্ণনা

১২.হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন- যখন তোমাদের কেউ তার ঘরে প্রবেশ করে ও ঘুমাতে যাওয়ার জন্য তার বিছানায় আসে তখন দ্রুত একজন ফেরেশতা ও শয়তান তার নিকট আগমন করে। শয়তান বলে, তোমার ঘুমানোর সময়টা মন্দ কমের্র উপর শেষ কর। আর ফেরেশতা বলে, তুমি নেক ও ভাল কাজের উপর শেষ কর। যদি সে আল্লাহর যিকির ও প্রশংসা দ্বারা শেষ করে তবে ফেরেশতা শয়তানকে হটিয়ে দেয় এবং সারা রাত তাকে হিফাযত করে।

এরপর যখন সে জাগ্রত হয় তখন দ্রুত একজন ফেরশেতা ও শয়তান নিকট আগমন করে। শয়তান বলে মন্দ কর্ম দ্বারা শুরু কর। আর ফেরশেতা বলে ভাল কর্ম দ্বারা শুরু কর। অতঃপর যদি সে এই দুআ পড়ে

الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ إِلَيَّ نَفْسِي بَعْدَ مَوْتِهَا، وَلَمْ يُمِتْهَا فِي مَنَامِهَا، الْحَمْدُ لِلَّهِ الَّذِي {يُمْسِكُ السَّمَوَاتِ وَالْأَرْضَ أَنْ تَزُولَا، وَلَئِنْ زَالَتَا إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِنْ بَعْدِهِ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا}

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাকে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এবং আমাকে ঘুমের অবস্থায় মৃত্যু দেননি। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য “যিনি আসমান যমীনকে নিজের স্থান থেকে সরে যাওয়া থেকে আগলে রেখেছেন। যদি আসমান ও যমীন তার স্থান থেকে সরে যায়, তবে তারপর তা হেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সহনশীল ও ক্ষমাশীল।”-সূরা ফাতির ৪১

এবং এই দুআ পড়ে

الْحَمْدُ لِلَّهِ الَّذِي {يُمْسِكُ السَّمَاءَ أَنْ تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ، إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَؤُوفٌ رَحِيمٌ}

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য “যিনি আসমানকে নিজের নির্দেশ ব্যতীত যমীনের উপর পতিত হওয়া থেকে আটকিয়ে রেখেছেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বড় মেহেরবান ও দয়ালু।”-র্সূরা হজ ৬৫

এই দুআ পাঠ করার পর সে যদি তার বিছানা থেকে পড়ে মারা যায় তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে, আর যদি দাড়িয়ে নামায পড়ে তবে নামাযের উপর অনেক মর্যাদা লাভ হবে। 

نَوْعٌ آخَرُ

অপর এক বর্ণনা

১৩.হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন- যে ব্যক্তি ঘুম থেকে উঠে এই দুআ পড়ে

الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ النَّوْمَ وَالْيَقَظَةَ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي بَعَثَنِي سَالِمًا سَوِيًّا، أَشْهَدُ أَنَّ اللَّهَ يُحْيِي الْمَوْتَى، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি নিদ্রা ও জাগড়নকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাকে নিরাপদে উঠিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করবেন। আর তিনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।

তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!