আকল ও তার মর্যাদা-ইমাম ইবনে আবিদ দুনইয়া (রহ)
দারুস সাআদাত গ্রন্থ
গ্রন্থঃ আল আকল
লেখকঃ ইমাম ইবনে আবিদ দুনইয়া (রহ)
অনুবাদঃ দারুস সাআদাত কর্তৃক অনূদিত
স্বত্বঃ দারুস সাআদাত কর্তৃক সংরক্ষিত
النَّاسُ يَعْمَلُونَ الْخَيْرَ عَلَى قَدْرِ عُقُولِهِمْ
মানুষ তার আকল অনুযায়ী ভাল কাজ করে
১১.হযরত মুআবিয়া (রা) রাসূলুল্লাহ (সা) থেকে মুরসালরুপে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন-
النَّاسُ يَعْمَلُونَ بِالْخَيْرِ عَلَى قَدْرِ عُقُولِهِمْ
মানুষ তার আকল অনুযায়ী ভাল কাজ করে।
أَفْلَحَ مَنْ جَعَلَ اللَّهُ لَهُ عَقْلًا
ঐ ব্যক্তি সফলকাম যাকে আকল দান করা হয়েছে
১২. হযরত কাসিম বিন আবু বাযযাহ বর্ণনা করেন যে, বনু কুশায়র এর এক ব্যক্তি নবী (সা) এর খিদমতে উপস্থিত হয়ে আরয করল, আমরা জাহিলী যুগ মূর্তি পূজা করতাম আর মনে করতাম যে এটা আমাদের লাভ ক্ষতি করে। রাসূলুল্লাহ (সা) বলেলন-
أَفْلَحَ مَنْ جَعَلَ اللَّهُ لَهُ عَقْلًا
ঐ ব্যক্তি সফল হল যাকে আল্লাহ তাআলা আকল দান করেছন।
هَلِ الْجَزَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِقَدْرِ الْعَقْلِ؟
কিয়ামতের দিন আকল অনুযায়ী প্রতিদান দেয়া হবে
১৩. হযরত ইবনে উমর (রা) বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন-
إِنَّ الرَّجُلَ لَيَكُونُ مِنْ أَهْلِ الصَّلَاةِ وَالزَّكَاةِ وَالْجِهَادِ وَالْحَجِّ وَالْعُمْرَةِ حَتَّى ذَكَرَ سِهَامَ الْخَيْرِ وَمَا يُجْزَى يَوْمَ الْقِيَامَةِ إِلَّا بِقَدْرِ عَقْلِهِ
কোন ব্যক্তি নামাযী, যাকাত প্রদানকারী, জিহাদ, হজ ও উমরাহকারী হয়। এমনকি তিনি (সা) আরো অনেক নেক কাজের উল্লেখ করলেন এবং বললেন, তবে কিয়ামতের দিন তার আকল অনুযায়ী তাকে প্রতিদান দেয়া হবে।
الْعَقْلُ خَيْرُ خَلْقِ اللَّهِ
আকল আল্লাহর সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি
১৪. হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন,
لَمَّا خَلَقَ اللَّهُ تَعَالَى الْعَقْلَ قَالَ لَهُ: قُمْ، فَقَامَ ثُمَّ قَالَ لَهُ: أَدْبِرْ فَأَدْبَرَ ثُمَّ قَالَ لَهُ: أَقْبِلْ فَأَقْبَلَ ثُمَّ قَالَ لَهُ: اقْعُدْ فَقَعَدَ فَقَالَ عَزَّ وَجَلَّ: مَا خَلَقْتُ خَلْقًا خَيْرًا مِنْكَ وَلَا أَكْرَمَ مِنْكَ وَلَا أَفْضَلَ مِنْكَ وَلَا أَحْسَنَ مِنْكَ بِكَ آخُذُ وَبِكَ أُعْطِي وَبِكَ أُعِزُّ وَبِكَ أُعْرَفُ وَإِيَّاكَ أُعَاتِبُ بِكَ الثَّوَابُ وَعَلَيْكَ الْعِقَابُ
আল্লাহ তাআলা যখন আকল সৃষ্ট করেন, তখন তাকে বলেন, দাড়াও, তখন সে দাড়িয়ে গেল। অতঃপর বললেন, বস! তখন সে বসে গেল। তারপর বললেন, পিছনে ফির, তখন সে পিছনে ফিরল। অতঃপর বলেলন, অগ্রসর হও তখন সে অগ্রসর হল।
অতঃপর আল্লাহ তাআলা বললেন, আমি তোমার থেকে ভাল ও সম্মানিত এবং তোমার থেকে উত্তম ও মর্যাসম্পন্ন কোন মাখলুক সৃষ্টি করিনি। আমি তোমার দ্বারাই হিসাব নেব, তোমার দ্বারাই দান করব, তোমার দ্বারাই সম্মান ও শ্রেষ্ঠত্ব দান করব। তোমার দ্বারাই তিরষ্কার করব, তোমার দ্বারাই সওয়াব ও শাস্তি প্রদান করব।
১৫.হযরত ইবনে আব্বাস (রা) এর আযাদকৃত গুলাম কারীব বলেন,
لَمَّا خَلَقَ اللَّهُ الْعَقْلَ قَالَ لَهُ: أَقْبِلْ فَأَقْبَلَ ثُمَّ قَالَ لَهُ: أَدْبِرْ فَأَدْبَرَ قَالَ: يَقُولُ وَهُوَ أَعْلَمُ بِهِ: وَعِزَّتِي وَجَلَالِي لَا أَجْعَلُكَ إِلَّا فِيمَنْ أُحِبُّ وَمَا خَلَقْتُ شَيْئًا هُوَ أَحَبَّ إِلَيَّ مِنْكَ
আল্লাহ তাআলা যখন আকল সৃষ্টি করলেন তখন তিনি বললেন, পিছনে ফির, তখন সে পিছনে ফিরল। অতঃপর বলেলন, অগ্রসর হও তখন সে অগ্রসর হল। অতঃপর আল্লাহ তাআলা বললেন যদিও তিনি সব জানেন, আমার সম্মান ও মাহাত্মের কসম। আমি তোমাকে তাদের মধ্যেই সৃষ্টি করেছি যারা আমার প্রিয়। আর আমি এমন কোন মাখলুক সৃষ্টি করিনি যা আমার নিকট তোমার চেয়ে উত্তম।
خَيْرُ النِّعَمِ بَعْدَ الْإِيمَانِ الْعَقْلُ
ইমানের পর সবচেয়ে উত্তম নিআমত আকল
১৬.হযরত উবায়দুল্লাহ বলেন,
مَا أُوتِيَ رَجُلٌ بَعْدَ الْإِيمَانِ بِاللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرًا مِنَ الْعَقْلِ
আল্লাহ তাআলা ইমানের পর কোন ব্যক্তিকে আকল থেকে উত্তম কোন নিআমত দান করেন নি।
১৭. হযরত উরওয়াহ (রহ) বলেন,
أَفْضَلُ مَا أُعْطِيَ الْعِبَادُ فِي الدُّنْيَا الْعَقْلُ وَأَفْضَلُ مَا أُعْطُوا فِي الْآخِرَةِ رِضْوَانُ اللَّهِ عَزَّ وَجَلَّ
মানুষকে দুনিয়াতে সবচেয়ে উত্তম যে জিনিস দেয়া হয়েছে তা হল আকল। আর আখিরাতে সবচেয়ে উত্তম যে নিআমত দান করা হবে তা হল আল্লাহর সন্তুষ্টি।
১৮.হযরত হাসান বলেন,
مَا يَتِمُّ دِينُ الرَّجُلِ حَتَّى يَتِمَّ عَقْلُهُ
মানুষের দীন সেই পর্যন্ত পরিপূর্ণ হয় না, যে পর্যন্ত না তার আকল পরিপূর্ণ হয়।
১৯.হযরত মুআবিয়া বিন কুররাহ বলেন,
النَّاسُ يَعْمَلُونَ الْخَيْرَ وَإِنَّمَا يُعْطُونَ أُجُورَهُمْ عَلَى قَدْرِ عُقُولِهِمْ يَوْمَ الْقِيَامَةِ
লোকেরা ভাল কাজ করে আর কিয়ামতের দিন তাদের আমলের প্রতিদান তাদের আকল অনুযায়ী দেয়া হবে।
أَعْلَمُ النَّاسِ أَعْقَلُهُمْ
মানুষের মধ্যে সবচেয়ে বড় আলিম ও জ্ঞানী সে যে আকলমন্দ
২০.হাম্মাম বিন ইয়াহইয়া বলেন, আমি হযরত কাতাদাহ (রহ)-কে জিজ্ঞাসা করলাম
أَيُّ النَّاسِ أَغْبَطُ؟ قَالَ: «أَعْقَلُهُمْ» قُلْنَا: أَعْلَمُهُمْ؟ قَالَ: «أَعْقَلُهُمْ»
সবচেয়ে বেশী ঈর্ষাযোগ্য ব্যক্তি কে? তিনি বললেন, যে তাদের মধ্যে সবচেয়ে বেশী আকলমন্দ। আমি জিজ্ঞাসা করলাম, তাদের মধ্যে বড় আলিম কে? তিনি বললেন, যে সবচেয়ে বেশী আকলমন্দ।